রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Published: 17 Mar 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।


শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ষবাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ মোস্তফা জামান। স্বাগত বক্তব্য রাখেন,রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির জনকের হাত ধরে সোনার বাংলাদেশ গড়ার যে দীপ্ত স্বপ্ন ছিলো তা বাস্তবায়ন করতে আমাদের সকলেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেশ প্রেম ও আদর্শকে মনে প্রাণে ধারণ ও লালন করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গুবন্ধুর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান বক্তারা।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, শেখ মুজিবুর রহমানের বাল্য জীবন ও তার আদর্শ নিয়ে বঙ্গবন্ধুকে আরও জানবো, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর থেকে রাঙামাটিতে একটি দল রয়েছে তারা আজীবন বঙ্গবন্ধুকে গালিগালাজ দিয়ে আসছে। জাতি আজ বুঝে ফেলেছে আসলে সত্যিই বঙ্গবন্ধু জাতির জনক, ছিলেন একজন অসাধারণ মানুষ। তার তুলনা কোন নেতার সাথে দেয়া যায় না। বঙ্গবন্ধু ছিলেন সৎ ও দেশ প্রেমিক। আজ তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার জন্য দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না বলে একের পর এক ধ্বংসাত্বক কার্যকলাপের মধ্যে দিয়ে দেশে অরাজগতা ও জ্বালাও পোড়াও মধ্য দিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন,আজকে যারা শিশু আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে এবং হাজারো বঙ্গবন্ধু জন্ম হবে, বঙ্গবন্ধুর আদর্শকে জাতির কাছে তোলে ধরবে। তিনি বলেন, ক্ষমতার লোভে আজ খালেদা জিয়া দেশে বোমা মেরে নিরীহ মানুষ মারছে। তাই আজ দেশের মানুষ বুঝে ফেলেছে বিএনপি দেশকে ভালবাসে না।

 

তিনি বলেন, ইদানিং রাঙামাটিতে কিছু কিছু পেইজবুকে বঙ্গবন্ধুকে নিয়ে দুঃখজনক ও কাল্পনিক কথাবার্তা লেখা হচ্ছে। সে সকল পেইজবুক বন্ধ করে দেয়া জন্য তিনি জেলা প্রশাসককে অনুরোধ জানান।


রক্তদান কর্মসূচিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফিরোজা বেগম চিনু এমপি।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে সরকারী-বেসরকারী ব্যক্তিবর্গ সেচ্ছায় রক্তদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত