জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়িতে নানান কর্মসুচি পালিত হয়েছে।
পৌর টাউনহলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পুলিশ সুপার শেখ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম প্রমূখ।
এরআগে প্রশাসন এবং আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে র্যালী বের করে শহর পদক্ষিণ করে। সবশেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.