নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

Published: 17 Mar 2015   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। গড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় নিমার্ণাধীন ৫১ বিজিবি’র ব্যাটলিয়ন সদর দফতর নিয়ে পাহাড়ী সংগঠনগুলোর অব্যাহত ষড়যন্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করা হয়। 

 

শাপলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: এরশাদ। এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্ত্বর পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে শাপলা চত্ত্বরের প্রধান সড়কে সমাবেশ করে।

 

সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নামে সন্ত্রাসীরা বিজিবি’র ব্যাটলিয়ন সদর দফতর স্থাপনের কার্যক্রম নিয়ে র্দীঘদিন ধরে বিরোধীতা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার পদযাত্রার নামে পূর্ব পরিকল্পিতভাবে পাহাড়ীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়।

 

অবিলম্বে বিজিবি ব্যাটলিয়ন সদর দফতর স্থাপন কাজ শেষ করা সহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ হরতাল-অবরোধ সহ কঠিন কর্মসূচী দিবে বলে হুশিয়ারী ইঙ্গিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত