রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নাধীন নারানগিরি উচ্চ বিদ্যালয় সিঁড়ি ঘাটটি ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীদের কর্ণফুলী নদী পাড়াপাড় করতে হচ্ছে। জরুরী ভিত্তিতে সিঁড়ি ঘাটটি মেরামত করা না হলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারানগিরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কর্ণফুলী নদী পারাপারের জন্য একমাত্র সিঁড়ি ঘাটটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সিঁড়ি ঘাটের নিচের অংশ ভেঙ্গে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে অনেক ছাত্র-ছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি ঘাট দিয়ে পারাপার করতে হচ্ছে। আবার অনেককেই বিকল্প উপায়ে অনেক দূর হেটে স্কুলে আসতে হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, জরুরী ভিত্তিতে সিঁড়ি ঘাটটি মেরামত করা প্রয়োজন। সিঁড়ি ঘাটটি মেরামতের জন্য রাঙামাটি জেলা পরিষদে দফায় দফায় আবেদন জানানো হলেও বরাদ্দ না পাওয়ায় সিঁড়ি ঘাটটি মেরামত করা সম্ভব হচ্ছে না তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.