কেপিএমে সিবিএ’র বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Published: 18 Mar 2015   Wednesday   

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ১৭ মার্চ কেপিএম কর্তৃপক্ষ এবং এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর যৌথ অায়োজনে এক আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কলাবাগানস্থ সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের জিএম প্রশাসন মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপক প্রশাসন সাহাব উদ্দিন আজাদ, সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

বক্তব্য রাখেন জেলা আ’লীগ সদস্য লুৎফর রহমান, সিবিএ নেতা হুমায়নুর রহমান, সন্তোস কুমার, সেলিম মন্টু, ওসমান গণি, নুরুল আমিন, মো: সেলিম, মো: সোলাইমান, আবু মোহাম্মদ, মো: একরাম, মো: নাছির, নূর মোহাম্মদ প্রমুখ। সভাশেষে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত