খাগড়াছড়িতে হুয়াঙ বোইও-বার’র বৃহস্পতিবার থেকে তিন দিনের স্থির চিত্র প্রদর্শনী শুরু

Published: 18 Mar 2015   Wednesday   

খাগড়াছড়িতে হুয়াঙ বোইও-বা(অগ্রসর চিন্তার কেন্দ্র)’র বৃহস্পতিবার থেকে তিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। 

 

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থ কেন্দ্রস্থ তালিকা ভূক্ত হুয়াঙ বোইও-বা(অগ্রসর চিন্তার কেন্দ্র)’র উদ্যোগে  এ তিন দিন ব্যাপী  স্থির চিত্র প্রদর্শনীর চলবে।  স্থির চিত্রে খাগড়াছড়ি শহরের পরিবর্তনের দু একটি দিক তুলে ধরা এবং সচেতন করার জন্য ‘‘আমার প্রিয় খাগড়াছড়ির বিবর্ণ মুখ” শিরোনামে স্থির চিত্রের নাম দেয়া হয়েছে।

 

বৃহষ্পতিবার, বিকাল ৩টায় খাগড়াছড়ি শহরস্থ স্বনির্ভর বাজারে এ প্রদর্শনী উদ্বোধন করা হবে। এ প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে বিভিন্ন বরন্যে লেখক, সাংবাদিক বন্ধু, বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন বলে হুয়াঙ বোইও-বা (অগ্রসর চিন্তার কেন্দ্র)’র সাধারণ সম্পাদক জেমিন চাকমা জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত