খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনী শুরু

Published: 19 Mar 2015   Thursday   

খাগড়াছড়িতে বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী “আমার প্রিয় খাগড়াছড়ির বিবর্ণ মুখ” শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

 

হুয়াঙ বোইও-বা (অগ্রসর চিন্তার কেন্দ্র) সাধারণ সম্পাদকজেমিন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, হুয়াঙ বোইও-বার উদ্যোগে খাগড়াছড়ির স্বনির্ভর মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রজ্ঞাবীর চাকমা।

 

প্রদর্শনীতে খাগড়াছড়ি পৌর সমাজ উন্নয়ন সমন্বয় কমিটির একটি লিফলেটও বিতরণ করা হয়। “আপনার শহর পরিচ্ছন্ন রাখুন, নাগরিক দায়িত্ব পালন করুন” শিরোনামে প্রকাশিত উক্ত প্রচারপত্রে শহরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে।

 

 প্রেস বার্তায় বলা হয়, মূলতঃ বর্ধিঞ্চু খাগড়াছড়ি শহরের পরিবর্তনের দু’একটি ক্ষতিকর দিক ও এ সম্পর্কে শহরবাসীকে সচেতন করে তোলার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আলোকচিত্র শিল্পী ও ডক্যুমেন্টারী ছবি নির্মাতা শুভাশীষ চাকমা ও রিকো চাকমার মোট ৪১টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলোতে শহরে যত্রতত্র ফেলা ময়লা আজর্বনার দৃশ্য, সংকীর্ণ নোংরা নর্দমা, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা, খাগড়ছড়ি নদীর দূষণ ও ভাঙন, নারাঙহিয়া ফিত্তি (বিল) ভরাট করে ঘরবাড়ি নির্মাণ, সরু গলি, যানজট ইত্যাদি দৃশ্য তুলে ধরা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত