নাড়াইছড়িতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ!

Published: 19 Mar 2015   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) মধ্যে বৃহস্পতিবার বন্দুক যুদ্ধের সংবাদ পাওয়া গেছে।

 

 

বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও উভয় সংগঠনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) মধ্যে বৃহস্পতিবার থেমে থেমে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

 

এদিকে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও তার নাম জানা যায়নি। তবে সংগঠনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফÑপিজেএসএস পরষ্পরকে দায়ী করেছে। স্থানীয় সেনাবাহিনী বন্দুকযুদ্ধের সত্যতা স্বীকার করলেও ঘটনাস্থল দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

 

ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা জানান, সন্তু লারমা সমর্থিত পিজেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা ফাকাগুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে ফায়দা লুটার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

 

 ঘটনার সাথে ইউপিডিএফের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। এদিকে ইউপিডিএফ’র অভিযোগ অস্বীকার করে সন্তু লারমা সমর্থিত পিজেএসএস’র কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা জানান, ঘটনাটি আমিও শুনেছি। তবে ঘটনার সাথে পিজেএসএস’র কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করেন তিনি।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দুযুদ্ধে একজন নিহত হয়েছে বলে আমিও শুনেছি। তবে ঘটনাস্থল সীমান্তবর্তী দুর্গম এলাকায় হওয়ায় বিস্তারিত জানা যায়নি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত