লামায় নদীতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু

Published: 19 Mar 2015   Thursday   

বান্দরবানের লামা উপজেলায় নদীতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাতামহুড়ী নদীতে ডুবে মারা যায়  হাফছা আকতার।

 

নিহতের মামা এরশাদ আলী জানান, বৃহস্পতিবার লামা পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের কুড়ালিয়ার টেক গ্রামে সংসারে অভাবে তাড়নায়  ৩ বছরের শিশু হাফছা আকতারকে নিয়ে মা মাতামুহুড়ীর নদীর পাড়ে তামাক ক্ষেতে দৈনিক বেতনে কাজ করতে যান। মা শিশু কন্যা হাফছা আকতারকে তামাক ক্ষেতের পাশে বসিয়ে রেখে তামাক ক্ষেতে কাজ করা অবস্থায় কোন এক ফাঁকে খেলার ছলে নদীর পানিতে খেলতে গিয়ে  ডুবে মৃত্যু হয়েছে। টছে বান্দরবানের ।

 

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার জিন্নাত আরা বেগম জানান, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূবেই হাফছা আকতারের মৃত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত