ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করছে রাঙামাটি জেলা পুলিশ

Published: 28 Jul 2019   Sunday   

ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করছে রাঙামাটি জেলা পুলিশ। রোববার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের ভেদভেদী চেকপোষ্ট ও মানিকছড়ি মাদ্রাসায় ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপারের পক্ষে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাঈন উদ্দিন।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন ছাত্র-ছাত্রী,শিক্ষকও অভিভাবকদেরউদ্দেশ্যে বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ গুজব। একটি কুচক্রী মহল দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানা ধরনের গুজব ছড়াচ্ছে। তাই কেউ বিভ্রান্ত হবেন না। তিনি বলেন,কেউ যদি ছেলে ধরা সন্দেহ হয় তাহলে পুলিশ কন্ট্রোল রুম রাঙামাটি ০৩৫১৬২০৪৪ অথবা বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ তথ্য দিয়ে সহযোগিতা করুন।মনে রাখবেন পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কল দিলে কোন টাকা খরচ হবে না।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মীর জাহেদুল হক রনি,জেলা পুলিশের উধ্বর্তন অফিসারবৃন্দসহ ভেদভেদী ও মানিকছড়ির স্থানীয় লোকজন।উল্লেখ থাকে যে, ছেলে ধরা গুজব নিয়ে জেলা পুলিশ ১০ উপজেলায় জনগণকে সচেতন করতে এবং গুজবে কান না দিতে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত