দীঘিনালায় মিথ্যা মামলায় এক কলেজ ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ভুমি রক্ষা কমিটি

Published: 21 Mar 2015   Saturday   

১৫ মার্চের পদযাত্রা কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলায় সমেশ চাকমা(১৭) নামের এক কলেজ ছাত্রকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে দীঘিনালা ভ’মি রক্ষা কমিটি।


শনিবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য প্রজ্ঞান জ্যোতি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার সকালে দীনিালা কলেজে যাওয়ার সময় সমেশ চাকমাকে কলেজ গেট থেকে আটক করা হয়। প্রেস বার্তায় সমরেশসহ মিথ্যা মামলায় আটক গ্রামবাসীকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলা হয়,মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় করে ও নির্যাতন চালিয়ে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না।


প্রেস বার্তায় বাবুছড়ার শশী মোহন কার্বারী পাড়া ও যত্ন মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র নির্মাণ এবং উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত