বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২টি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যং সড়কের মালটা বাগান এলাকায় একটি কালভার্টের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আনিছুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যং সড়কের মালটা বাগান এলাকায় অভিযান চালান। এসময় উক্ত সড়কের একটি কালভার্টের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ২টি বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা ওই এলাকার আশে-পাশে অবস্থান করছিল, এ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড সংগটনের চেষ্টা চলছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.