নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published: 15 Nov 2019   Friday   

রাঙামাটির নানিয়ারচরে  রুনু চন্দ্র কারবারী পাড়ায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

 

বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেপলাভমেন্ট এসোসিয়েটস্ এর সহযোগীতায় রুনু চন্দ্র কারবারী পাড়া বৌদ্ধ বিহারে পাড়াবাসীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকার প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ার চর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমল খীসা, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) কর্ণরাজ খীসা।

 

কর্মশালায় প্রধান অতিথি বিমল কান্তি চাকমা জলবায়ু পরিবর্তের প্রভাপ ও এর মোকাবেলা করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা আরো বক্তব্য রাখেন নানিয়ার চর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমল খীসা, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) কর্ণরাজ খীসা, সাবেক্ষং ইউনিয়নের ৭.৮,৯ নং ওয়ার্ডের নারী সদস্য চম্পা চাকমা, এ সময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন পাহাড় ধস,অতি বৃষ্টি, খরাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ গুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা কিভারে প্রতিরোধের ব্যবস্থা করা সে বিষয়ে আলোচনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে  পরিবেশের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন এলাকা গ্রাম প্রধান ও পাড়াবাসীরা অংশ গ্রহন করে।

 

কর্মশালা আশিকার প্রকল্প কর্মকর্তা উদিতা চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১ নং সাবেক্ষং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উত্তম প্রিয়  চাকমা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত