রাঙামাটিতে হিল ফ্লাওয়ারের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে দিন ব্যাপী কর্মশালা

Published: 21 Dec 2019   Saturday   

শনিবার রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ঝুকি হ্রাস, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

হিল ফ্লাওয়ারের কার্যালয়ে সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক্য চাকমা, বালুখালী ইউপি মেম্বার সজীব চাকমা,   মগবান ইউপি মেম্বার সুমনা তংচংগ্যা,বালুখালী ইউনিয়নের কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা শান্তনু চাকমা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা,বালুখালী ইউপির প্রানী সম্পদ বিভাগের ইউএলএফ প্রদীপ শংকর দাশ প্রমুখ।

 

কর্মশালায় বালুখালী ও মগবান ইউপির ওয়ার্ড মেম্বার, ইউপির সুশীল সমাজের প্রতিনিধি, লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ঝুকি হ্রাস, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নিজ নিজ এলাকায় জনসচেনা সৃষ্টির লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত