খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে মারমা উন্নয়ন সংসদের অভিনন্দন

Published: 26 Mar 2015   Thursday   

খাগড়াছড়ির আন্তবর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের সরকার নিযুক্ত নতুন চেয়ারম্যান ক্যংজরী চৗধুরী ও সদস্যদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি।

 

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, সহ-সভাপতি ও মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান  ম্রাগ্য মারমা এবং মংপ্রু চৌধুরী, সাঃ সম্পাদক সাথোয়াই প্রু মারমা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবুশি মারমা ও আপ্রুশি মারমা নব-নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ সদস্যদের এ অভিনন্দন জানিয়েছেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে উল্লেখ করেন, মহাজোট সরকারের মনোনীত নতুন পারিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার পিছিয়েপড়া জনগোষ্ঠি হিসেবে মারমা সম্প্রদায়ের শিক্ষা-স্বাস্থ্যসহ অবকাঠামো খাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত