রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Published: 26 Mar 2015   Thursday   

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বৃহস্পতিবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

সুর্যোদয়ের সাথে সাথে শহীদ শুক্কর স্টেডিয়ামে ২১ বার তেধ্বনি ও শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিবসটি সুচনা হয়। সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজ, পুলিশ আনসার, ভিডিপি, স্কাউডস ও গার্লস গাইডদের কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন  জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও নব নিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা,জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সদস্য শামীমা রশীদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রনাল পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এছাড়া দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত