লামায় পৌর যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Published: 26 Mar 2015   Thursday   

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বৃৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী-যুবলীগ লামা পৌর শাখার উদোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লামা উপজেলা পরিষদ গেষ্ট হাউস মিলনায়তনে এক আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। লামা পৌর যুবলীগ সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোস্তফা জামাল, বিজয় কান্তি আইচ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক কমিশনার, সাধারণ সম্পাদক ও লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহেদ উদ্দিনসহ সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলী, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরা। স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালিতে লামা শহর যুবলীগের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে স্ব-স্ব ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ নেতা কর্মীরা যোগদান করেন।

 

এর আগে একটি র‌্যালী লামা পৌর শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ঠ হাউস মিলনায়তনে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত