দেশ গড়তে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করে যেতে হবে--- কংজরী চৌধুরী

Published: 26 Mar 2015   Thursday   

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বৃৃহস্পতিবার গুইমারা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মংশে মারমা এবং পিন্টু ঢালী।

 

দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে গুইমারা উচ্চ বিদ্যালয়,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাস ও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষার্থীরা অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমাদের আজকের এ অবদান। সকলকে দেশের কাজে নিয়োজিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়তে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত