পানছড়িতে ইউপিডিএফ সদস্য আটকের নিন্দা ও প্রতিবাদ

Published: 27 Mar 2015   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাবা এলাকায় শুক্রবার সকালে পীরেন্দ্র ত্রিপুরা (৩৫) নামে এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়য়নের নিশি কুমার ত্রিপরার ছেলে।

 

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে এ আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

বিবৃতিতে তিনি অবিলম্বে আটক পীরেন্দ্র ত্রিপুরার নিঃশর্ত মুক্তি এবং অন্যায় ধরপাকড় বন্ধ করার দাবি জানান।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুদ্দীন খান জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজীসহ উপজেলায় নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত