ছাত্র সেনা রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিনিধি সম্মেলন

Published: 28 Mar 2015   Saturday   

শনিবার ছাত্র সেনা রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

 

কলেজ গেইটস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারন সম্পাদক এম এ মুস্তফা হেজাজী। ছাত্র সেনা মোঃ ফোরকানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি ইয়াছিন রানা সোহেল, বর্তমান সভাপতি মোঃ মনসুর আলী, সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ ও যুবনেতা মোঃ আবদুল কাইয়ুম রোকন। সভাপ পরিচালনা করেন কলেজ শাখা সাধারন সম্পাদক মোঃ ইকবাল করিম।

 

পরে মোঃ ফোরকানকে সভাপতি, আবদুল খালেদ ও আবদুল খালেদকে সহ-সভাপতি, ইকবাল করিমকে সাধারণ সম্পাদক করে ৯৯সদস্য বিশিষ্ট রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা গঠন করা হয়।

 

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী প্রস্তাবিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বিষয়টি ধামাচাপা পড়েই ছিল। এই দুইটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙামাটি জেলা ছাত্রসেনাই প্রথম আন্দোলন করেছিল। শত বাধা বিপত্তি সত্ত্বেও মেডিকেলের ক্লাশ রাঙামাটিতেই শুরু করার সাহসি পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ জানান। বক্তারা সরকারের প্রতি শীঘ্রই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম রাঙামাটিতেই শুরু করার দাবি  জানান।

--হিলবিডি২৪/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত