• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

বান্দরবানের ম্রোদের শত বছরের আবাসভূমি দখলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2020   Wednesday

বান্দরবানের চিম্বুক পাহাড়ে  ম্রো জনগোষ্ঠীদের  শত বছরের আবাসভূমিতে সিকদার গ্রুপ ও অন্য কর্পোরেট সংস্থা মিলে যে পাঁচ তারকা হোটেলসহ বিলাসবহুল পর্যটন কমপ্লেক্স নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। অবিলম্বে এ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিয়ে ¤্রাে জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট মোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহবান জানানো হয়েছে।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গেল ৭ অক্টোবর বান্দরবানের ম্রো জনগোষ্ঠী কর্তৃক চিম্বুক পাহাড়ে তাদের শত বছরের আবাসভূমিতে সিকদার গ্রুপ (আর এন্ড আর হোল্ডিংস্) ও অন্য কর্পোরেট সংস্থা মিলে যে পাঁচ তারকা হোটেলসহ বিলাসবহুল পর্যটন কমপ্লেক্স নির্মাণ শুরু করছে তা বন্ধ করে তাদের আবাসভূমিতে স্ব স্ব জীবন ব্যবস্থা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার অধিকারের সুরক্ষা দাবি জানিয়ে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

প্রেস র্বাতায় আরো বলা হয়, ম্রোদের আবাসভূমিতে এক্সিম ব্যাংকের এমডি হত্যা চেষ্টা মামলার পলাতক আসামীদের মালিকানাধীন সিকদার গ্রুপসহ আরো অন্য কর্পোরেট সংস্থা মিলে পাঁচ তারকা হোটেল, হোটেলের চারপাশের এক একটা পাহাড়ে এক একটি করে মোট ১২টি বিলাসবহুল ভিলা, এক ভিলা থেকে অন্য ভিলায় এবং এক পাহাড় থেকে অন্য পাহড়ে যাওয়ার জন্য ক্যাবল কার, পাকা সড়ক, ক্যাবল রাইড, জলকেলির জন্য সুইমিং পুল ইত্যাদি নির্মাণ করার উদ্দেশ্যে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের কাপ্রু পাড়া থেকে নাইতং পাহাড় হয়ে জীবন নগর পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী ¤্রাে আবাসভূমির প্রায় ৮০০ একরের বেশি জায়গা  অবৈধভাবে দখল  করেছে। সেখানে ¤্রােদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে এ এলাকার বিভিন্ন স্থানে দখল চিহ্নিত করে সাইনবোর্ড ও খুঁটি স্থাপিত হয়েছে, যার আওতায় পাড়াবাসীদের শত শত বছরের সংরক্ষিত পাড়াবন, শশ্মানভূমি, জুম চাষের জমি, বনজ-ফলজ বাগান সবকিছু অন্তর্ভূক্ত রয়েছে। প্রেস বার্তায় দাবী করা হয়, উচ্ছেদের মুখে পড়েছে কাপ্রু পাড়া, ডলা পাড়া, এরা পাড়া, মার্কিন পাড়া, লংবাইতং পাড়া, মেনসিং পাড়া, রিয়ামানাই পাড়া ও মেনরিং পাড়া। এর আগে সুয়ালকে ফায়ারিং রেঞ্জের জন্য অধিগ্রহণকৃত ১১,০০০ একর ছাড়াও নীলগিরি পর্যটন ও জেলা প্রশাসনের পর্যটন কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন জায়গাগুলোও ছিল ¤্রােদের আবাসভূমির অংশ। এ ভাবে ¤্রােদের আবাসস্থল ক্রমেই সংকুচিত হয়ে এসেছে। শুধু তাই নয়, ¤্রােদের এ আবাসভূমিতে বিলাসবহুল হোটেলসহ পর্যটন কমপ্লেক্স নির্মিত হলে ¤্রােদের চিরকালের অভ্যস্ত পরিবেশের আমূল পরিবর্তন হয়ে তাদেরকে এক অচেনা জগতের মুখোমুখি দাঁড় করাবে যে জগৎ তাদের স্বতন্ত্র ঐতিহ্যমন্ডিত জীবিকা, কৃষ্টি, সংস্কৃতি ও স্বকীয়তাকে ক্রমান্বয়ে ধ্বংস করে দেবে। পাহাড় কেটে বিলাসবহুল হোটেলসহ বিভিন্ন স্থাপনা ও শত শত কর্মকর্তা ও কর্মচারীর বাসস্থান নির্মাণ এবং পাহাড়ের জলধারা বা ঝরনায় বাঁধ নির্মিত হলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।  এখন প্রশ্ন হলো, কোন ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবসায়িক মুনাফার স্বার্থে কি একটা জনগোষ্ঠীকে তাদের আবাসভূমি ও তাদের জীবিকার উৎস থেকে উৎখাত করা নৈতিক ও আইনগত দিক থেকে সমর্থনযোগ্য?

 

প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি সিকদার গ্রুপ ও তার সহযোগী করপোরেট সংস্থার এ জাতীয় বেআইনি কার্যক্রমকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বিবেচনায় তীব্র নিন্দার পাশাপাশি সদাশয় সরকারের কাছে এ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিয়ে ম্রো  জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট মোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.             

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ