• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু                    রাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ                    বিলাইছড়ি থেকে পালিয়ে যাওয়া ৪ শিশুকে উদ্ধার                    সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে ইউপিডিএফের বিক্ষোভ                    সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    কল্পনা চাকমা অপহরণ মামলা আদালতে পুর্নবিবেচনা গ্রহন, শুনানী ১৭ নভেম্বর                    নারী পাচারকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন                    নারী পাচার মামলায় গ্রেফতারকৃত মামিয়াসহ তিন জনকে কারাগারে প্রেরণ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে ১৯০০ সালের শাসনবিধির অস্তিত্বই থাকবে না-সন্তু লারমা                    আস্থা প্রকল্পের সরকারি কর্মকর্তা ও অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত                    বাঘাইহাটে গ্রামবাসীদের সাথে আঞ্চলিক দলের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ২ আহত                    রাঙামাটিতে জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সংলাপ                    কাপ্তাইয়ে ছাত্রীকে হত্যার দায়ে শিক্ষককে মৃত্যুদন্ডের আদেশ                    রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণকারীদের জনতার আদালতে প্রতীকি ফাঁসি                    কল্পনা চাকমা অপহরণকারীদের বিচারের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    দুর্গম অঞ্চলে শিক্ষার্থীদের জন্য ২৬টি উপজেলায় একটি করে ছাত্রাবাস নির্মাণ করা হবে-সুপ্রদীপ চাকমা                    বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ৪ আওয়ামীলীগ নেতা গ্রেফতার                    বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমা হত্যার ঘটনায় থানায় মামলা                    দুর্বৃত্তদের গুলিতে আহত বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা আর নেই                    পার্বত্য চট্টগ্রাম আঞ্চলকি পরষিদকে অর্কাযকর ও অর্থব রাখা হয়েছে--সন্তু লারমা                    রাঙামাটিতে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2021   Sunday

সোমবার রাঙামাটিতে জেলা উন্নয়সন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান  অংসুইপ্রæ চৌধুরী।

 

ত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, পর্যটন হলিডের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, সমাজসেবা বিভাগের উপপরিচালক মো: ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহিদুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শানে আরেফিন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা ড. জাহিদুল ইসলামী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র্র চন্দ, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) সহকারী বন সংরক্ষক মনিরুজ্জামান খান, সহকারী বন সংরক্ষক(দক্ষিণ) গঙ্গা প্রসাদ চাকমা, সহকারী বন সংরক্ষক মো আনিসুল হক, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, রাঙামাটি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শান্তুনু চাকমা, রাঙামাটি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এনামুল হক,  জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সোনালী ব্যাংক এর এজিএম সত্য প্রসাদ দেওয়ান, জেলা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জুলুল হায়দার, প্রাণি সম্পদ বিভাগের সুলাল খীসা, এলজিইডির উপসহকারি প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা আনসার  ও ভিডিপি কার্যালয়ের সহকারী জেলা কমানডেন্ট মো: আনোয়ার জাহেদ. জেলা রোভার স্কাউট সম্পাদক মো আবছার, গার্লস গাইড এসোসিয়েশনের কমিশনার বীনা প্রভা চাকমা, বিটিভির  উপকেন্দ্র সহকারী পরিচালক মো: জাকারিয়া সিদ্দিকী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের নুর উজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক মো নিজাম উদ্দীন, রাঙ্গামাটি প্রধান ডাকঘর পোষ্ট মাষ্টার অরুন চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী আহমেদ আনাম চৌধুরী, জেলা কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেবাশীষ চাকমা, রেড ক্রিসেন্ট স্সোাইটির সদস্য এম এন জাহাঙ্গীর, চেম্বার অব কমার্স পরিচালক মোঃ হারুনুর রশিদ মাতব্বর, পিটিআই ইন্সট্রাক্টর শ্যামল বড়–য়া, এসআইডি-ইউএনডিপির কর্মকর্তা  ধীমান ত্রিপুরা এবং ব্র্যাক ম্যানেজার মোঃ হাবিবুর উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেছেন, জেলা পর্যায়ের সকল সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত জেলা উন্নয়ন সভার দায়িত্ব হলো উন্নয়ন কাজের ওভারলেপিং দূর করে জেলার সুষম উন্নয়ন নিশ্চিত করা। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যার পাশাপাশি টেকসই উন্নয়ন বাস্তবায়ন করাও একটা বড় সমস্যা। এ সমস্যা সমাধান এবং উত্তরণে সকল বিভাগকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।  তিনি উন্নয়ন সভাকে গতানুগতিক সভা হিসাবে না দেখে এলাকার মানুষের প্রকৃত উন্নয়নের স্বার্থে সকল বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ