• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী।  এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রর্বতক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য আসমা বেগম, সদস্য সবির কুমার চাকমা, সদস্য নিউচিং মারমা,  সদস্য আব্দুর রহিম, সদস্য ইলিপন চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়––য়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন,  জেলা কার্যালয় বিসিক সহকারী মহাব্যবস্থাপক শামছু উদ্দিন মজুমদার, হর্টিকালচার সেন্টার বনরুপা উপপরিচালক মোঃ কাজী শফিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, যুব উন্নয়ন উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিএডিসি(সেচ) নির্বাহী প্রকৌশলী মোঃ সাহেদ,  প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, হর্টিকালচার সেন্টার কাপ্তাই হর্টিকালচারিস্ট মোঃ জামাল হোসেন, বিএডিসি (বীজ) উপপরিচালক মোঃ লুৎফর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অফিসার শোভিত চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা পিগ ফার্ম সহকারী পরিচালক ডা: কুসুম চাকমা, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার ব্যবস্থাপক মো আশরাফুল আলম, হাঁস প্রজনন খামার উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, জেলা সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী সজল চক্ররর্তী, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ ওমর ফারুক, জেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম  প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, রাঙামাটিতে সর্বশেষ (১৬ নভেম্বর পর্যন্ত) করোনা পজিটিভ হয়েছেন ৪২২৬জন। সুস্থ হয়েছেন ৪১৯১জন। মোট মৃত্যু ৩৩জন। তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৯৮৭১৪ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২৩৮৪৫৫জন। তিনি এ সভার মাধ্যমে আসন্ন শীতের মৌসুমে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সার্বিক উন্নয়নে সকলকে সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে হস্তান্তরিত বিভাগগুলো আমাদেরকে সাহায্য করতে পারে। তিনি হস্তান্তরিত বিভাগগুলোর কর্মকর্তাদেরকে স্ব স্ব অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সকল নাগরিকের সার্বিক উন্নয়নে অংশ নেয়ার জন্য আহ্বানজানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ