• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু                    রাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ                    বিলাইছড়ি থেকে পালিয়ে যাওয়া ৪ শিশুকে উদ্ধার                    সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে ইউপিডিএফের বিক্ষোভ                    সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    কল্পনা চাকমা অপহরণ মামলা আদালতে পুর্নবিবেচনা গ্রহন, শুনানী ১৭ নভেম্বর                    নারী পাচারকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন                    নারী পাচার মামলায় গ্রেফতারকৃত মামিয়াসহ তিন জনকে কারাগারে প্রেরণ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে ১৯০০ সালের শাসনবিধির অস্তিত্বই থাকবে না-সন্তু লারমা                    আস্থা প্রকল্পের সরকারি কর্মকর্তা ও অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত                    বাঘাইহাটে গ্রামবাসীদের সাথে আঞ্চলিক দলের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ২ আহত                    রাঙামাটিতে জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সংলাপ                    কাপ্তাইয়ে ছাত্রীকে হত্যার দায়ে শিক্ষককে মৃত্যুদন্ডের আদেশ                    রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণকারীদের জনতার আদালতে প্রতীকি ফাঁসি                    কল্পনা চাকমা অপহরণকারীদের বিচারের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    দুর্গম অঞ্চলে শিক্ষার্থীদের জন্য ২৬টি উপজেলায় একটি করে ছাত্রাবাস নির্মাণ করা হবে-সুপ্রদীপ চাকমা                    বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ৪ আওয়ামীলীগ নেতা গ্রেফতার                    বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমা হত্যার ঘটনায় থানায় মামলা                    দুর্বৃত্তদের গুলিতে আহত বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা আর নেই                    পার্বত্য চট্টগ্রাম আঞ্চলকি পরষিদকে অর্কাযকর ও অর্থব রাখা হয়েছে--সন্তু লারমা                    রাঙামাটিতে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত                    
 
ads

বাঘাইছড়িতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে উভয় পক্ষে নিহত ২,আহত ২

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2021   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক  স্থানে বুধবার দুপুর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের জানং চাকমা (৩৮) ও অপর জন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( জেএসএস) তজিম চাকমা (৩৫)। এসময় একজন পথচারীসহ ২জন আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক এলাকায় বসে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা দোকানে চা পান করছিলেন। এসময় প্রতি পরে সদস্যরা গিয়ে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে এক ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিললস ডেমোক্রেটিক ফ্রন্টের গণতান্ত্রিক দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সেকশন কমান্ডার তজিম চাকমা নিহত হন। এসময় জনসংহতি সমিতির সদস্য সুজন চাকমা ও পথচারী মো. মনু মিয়া নামের এক যুবক। মনু মিয়ার হাটুতে গুলি লাগে। তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত সুজন চাকমাকে তার দলের সদস্য নিয়ে যায়। খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ঘটনস্থলে বিজিবি পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির এমএন লারমা দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা এ ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা সশস্ত্র সদস্যরা গিয়ে ইউপিডিএফের গণতান্ত্রিক সম্বয়ক জানং চাকমাকে গুলি করে হত্যা করেছে বলে দাবী করেছেন।  তবে তজিম চাকমা নিজেদের গুলিতে নিহত হয়েছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। তবে জেএসএস সন্তু লারমা দলের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দীপ বাবু এ ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন তাদের দলে কোন সন্ত্রাসী অস্ত্রধারী সদস্য নেই। তার দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্য কাজ করছে। তার দল জনগণের জন্য কাজ করছে।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ