নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নংঃ আশিকা/ নিয়োগ/২০২৩-১০৭১,তারিখ: ২১/০৩/২০২৩ ইং
বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, রাঙ্গামাটি Bangladesh Steel Re-rolling Mills Ltd এর অর্থায়নে পরিচালিত Advancing WASH and Livelihood Integration at the Climate Vulnerable Area (AWLI) in Bandarban Hill District প্রকল্পের জন্য নিম্ন বর্ণিত পদে কিছু সংখ্যক জনবল নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে। প্রকল্প এলাকা- রুমা উপজেলার সদর ও পাইন্দু ইউনিয়ন। নিয়োগের ক্ষেত্রে রুমা উপজেলার সদর ও পাইন্দু ইউনিয়নের মহিলা ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
ক্রমিক নং |
পদের নাম |
বেতন |
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা |
১ | ফিল্ড অফিসার-০২ | ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা | ১ নং পদের ক্ষেত্রে স্নাতক/কৃষি ডিপ্লোমা/সমমান। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
২ | অফিস কীপার -০১ | ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা। | ৮ম শ্রেণী |
শর্তাবলী:
১. ছবিসহ বায়োডাটা,সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র,প্রয়োজনীয় সার্টিফিকেটস ও আনুষঙ্গিক কাগজ-পত্র প্রেরণের শেষ তারিখ ২৮ মার্চ ২০২৩ খ্রীঃ।
২. পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, আশিকা,কাম্বে হাউস, ১ম তলা, কে.কে. রায় সড়ক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ই-মেইল/ সরাসরি([email protected])।
* আশিকা যৌন হয়রানী ও আর্থিক দুর্নীতির ক্ষেত্রে শূণ্য সহনশীলতা নীতি পালন করে।