খাগড়াছড়ির মানিকছড়িতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গবামারা এলাকায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাসাপ্রু মারমা নিহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) সকালে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ত্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার সন্তান
গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু, পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এদিকে জনরোষে পড়ে এ্যাম্বুলেন্স ড্রাইভার এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গেছে ।
মানিকছড়ি থানার এস আই মোঃ আওলাদ হোসেন জানান ঘটনাটা শুনে হাসপাতালে এসেছি। এসে দেখি স্কুল শিক্ষার্থী মারা গেছে। এবিষয়ে নিহত শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই