• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় মাচাং ঘরের বিশেষ একটি ডিজাইন করেছেন                    রাঙামাটিতে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১                    কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে পর্যটক দুই সহোদর বোনের মৃত্যূ ও আহত ৩                    শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষা নয়, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে-দীপংকর তালুকদার এমপি                    রাঙামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো শুরু                    রাঙামাটিতে দুদিন ব্যাপী একুশে বই মেলা শুরু                    পাহাড়ে স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন                    শিবচতুর্দশী মেলা ঘিরে কাপ্তাই সীতাঘাটে পূর্ণার্থীদের ভীড়                    রাঙামাটিতে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক ব্যাপী দুদিনের কর্মশালা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বর্তমান সরকারের সময় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে-পার্বত্যমন্ত্রী                    পিসিপির রাঙামাটির নেতৃত্বে জিকো ও টিকেল                    সফল প্রজেক্টের সহযোগীতা পেয়ে সফল হলেন শ্রাবন্তী দে ও লক্ষণ ত্রিপুরা                    জগতের সকল প্রাণীর হিত-সুখ মঙ্গলার্থে ধর্মগিরি সাধনা কূঠিরে মহাসংঘ দান                    রাঙামাটিতে গলিত বৃদ্ধের লাশ উদ্ধার                    এইচএসসিতে রাঙামাটিতে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন শিক্ষার্থী                    রাবিপ্রবির কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল ও রফিকুল                    বোনের বিয়েতে যাওয়া হল না কলেজ ছাত্রী নেন্সির                    ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার হলেন কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ জন শিক্ষক ও শিক্ষার্থী                    খাগড়াছড়ির মানিকছড়িতে লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত                    খাগড়াছড়ির গুইমারাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের এনেক্স ভবনে সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য মোঃ আব্দুর রহিম, নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ-প্রকল্প পরিচালক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর মোঃ আবদুল্লাহ আল হাসান, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, বিসিকের উর্ধতন সমন্বয় কর্মকর্তা ইদ্রিস হোছাইন, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডাঃ পলি রাণী ঘোষ, উপপরিচালক হর্টিকালচার সেন্টার বনরূপা কাজী শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা: বেবী ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী বিএডিসি সেচ মোঃ সাহেদ, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ হাবিব উল্লাহ খান, সিনিয়র সহকারী পরিচালক শুকর উন্নয়ন খামার কুসুম চাকমা, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডা: তুষার কান্তি চাকমা, জেলা ভেটেনারী হাসপাতাল এর ভেটেরিনারী অফিসার ডা: মো: নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আপ্রæ মারমা, কালচারেল অফিসার ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট শোভিত চাকমা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক, ট্রেইনার আরপিটিআই ঝর্ণা চাকমা, নার্সিং ইনস্ট্রাকটর কৃঞ্চা চাকমা, জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারি লাইব্রেরিয়ান সুনিলময় চাকমা, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। সভা শেষে হস্তান্তরিত বিভাগের জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরীকে পিএলআর জনিত কারণে বিদায় উপলক্ষে ক্রেষ্ট ও প্রীতি উপহার প্রদান করা হয়।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, এপিএ টার্গেট অনুসারে সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রকল্প কাজ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উন্নয়ন কাজের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। পর্যটন শহর হিসাবে জেলার সৌর্ন্দয্য বর্ধন এবং জেলার স্বাস্থ্য ব্যবস্থ্ ানিরাপদ করার জন্য হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে। তিনি মাতৃভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ফলজ ও বনজ বাগান সৃজনে কারিগরী সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ