• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য চুক্তি ২৬বছরেও অধরা,হয়নি সমস্যার কাংখিত সমাধান                    আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের মনোনয়নপ্রত দাখিল                    পার্বত্য তিন আসনে ১৫জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল                    কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন                    রাঙামাটি আসনে জেএসএস নেতা উষাতন তালুকদার মনোনয়নপত্র জমা দিলেন                    বিএনপি অংশ নিলে নির্বাচন পেছানোর এখনো সময় রয়েছে-ইসি আনিছুর রহমান                    রাঙামাটিতে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড                    রাঙামাটি আসনে ফের দলীয় মনোনয়ন পেলেন দীপংকর তালুকদার                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিন ব্যাপী ৪৮তম কঠিন চীবর দান শুরু                    জ্বালানি কাঠ পাচার নিয়ে পত্রিকায় প্রকাশে সাংবাদিক হিমেল চাকমাকে হত্যার হুমকি                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত                    বিলাইছড়িতে যুবদের উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন                    রাঙামাটির শুকর খামারে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৭০টি শুকর মারা গেছে                    জুরাছড়িতে অগ্নিকান্ডে ৫টি দোকান ও বসতঘর ভস্মিভূত                    রাঙামাটি আসনে দলীয় মনোনয়নপত্র নিলেন দীপংকর ও নিখিল কুমার                    কাউখালীতে নিজের রাইফেল গুলিতে এক পুলিশ সদস্যর আত্নহত্যার চেষ্টা                    পিসিপির রাঙামাটি শহর শাখার ২৫তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন                    পাহাড়ে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নেই-ইউপিডিএফ                    রাঙামাটিতে খুঁটির উঁচু থেকে ছটকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু                    প্রয়াত সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর মরদেহ বিশেষ কফিনে সংরক্ষণ                    রাঙামাটিতে উদযাপিত হচ্ছে শ্যামা পূজা ও দ্বীপাবলি উৎসব                    
 
ads

সন্তু লারমাকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানিয়ে দুই নারী সংগঠনের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহবান জানিয়েছে বুধবার রাঙামাটিতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে লিখিত বক্তব্যে পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি চাকমা। এসময় সংগঠনের দপ্তর সম্পাদক এন্টি চাকমাসহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী মানববন্ধনে যোগদান করেন। এ সময় তারা সংঘাত বিরোধী বিভিন্ন শ্লোগানসহ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা সন্তু লারমার কড়া সমালোচনা করে বলেন, ‘চারিদিকে এত ভ‚মি বেদখল হচ্ছে, মা-বোন ধর্ষণের শিকার হচ্ছে, লাঞ্ছিত অত্যাচারিত অপমাণিত হচ্ছে। এত নির্যাতন চলছে। তারপরও আপনি তার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত না করে কেন ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছেন, আমরা তার উত্তর চাইতে এসেছি।`


চুক্তি বাস্তবায়নের কথা বললেও তার জন্য আন্দোলন না করায় সন্তু লারমার সমালোচনা করে তিনি আরো বলেন, ‘আপনি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করার কথা বলেন, প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বলেন। কিন্তু আপনার এসব কেবল কথার কথা, আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করেন না, বরং আন্দোলনের বিরোধীতা করেন, যারা আন্দোলন করতে চায়, তাদের বাধা দেন, তাদেরকে খুন করেন। গেল ২৪ বছরে ইউপিডিএফের ৩৩৫ জন নেতা কর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে, যার মধ্যে কেবল সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের হাতে ২৬২ জন খুন হয়েছেন। ‘আর কত জনকে হত্যা করলে, আর কত রক্ত ঝরলে, আর কত মায়ের কোল খালি হলে আপনি ক্ষান্ত হবেন?


নীতি চাকমা তার বক্তব্যে বলেন, ‘আপনি(সন্তু লারমা) বিভিন্ন সময় ইউপিডিএফের সাথে সমঝোতা করেছেন। কিন্তু সমঝোতা লঙ্ঘন করেছেন। ২০০০ সালের ফেব্রæয়ারিতে খাগড়াছড়ির নারাঙহিয়া সমঝোতা, ২০০৬ সালে চট্টগ্রাম সমঝোতা এবং সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারির সমঝোতা জেএসএস লঙ্ঘন করে বলে তিনি অভিযোগ করেন। তিনি সন্তু লারমাকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ২০১৮ সালের সমঝোতার শর্ত মেনে চলতে ও সরকাররের দালালি বন্ধ করার আহ্বান জানান।


তিনি বলেন ‘চুক্তি বাস্তবায়নের জন্য কর্মসূচি দিন। আমরা তাতে সমর্থন দেবো। ভ‚মি বেদখলের বিরুদ্ধে, নারীধর্ষণের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফের সাথে মিলে আন্দোলনের কর্মসূচি দিন, আমরা তাতে সর্বশক্তি নিয়োাগ করে অংশগ্রহণ করবো।’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ