• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা                    বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত                    মাতৃভাষার শিক্ষক সংকট শিগগিরই দুর হবে-দীপংকর তালুকদার এপি                    জিকো চাকমা সভাপতি ও টিকেল চাকমা সম্পাদক নির্বাচিত                    কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩                    ভাষা শহীদদের প্রতি রাঙামাটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন                    চাকমা,মারমা,ত্রিপুরার ভাষা শিক্ষক সমিতির ভাষা শহীদের প্রতিপুষ্পমাল্য অর্পণ                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা                    রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড় সীমান্তে রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন                    
 
ads

আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2022   Wednesday

আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(২৮ ডিসেম্বর) সকাল খাগড়াছড়ি মিলন পুর একটি বেসরকারী হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির স্খানীয় উন্নয়ন সংস্থা জাবারাং, তৃণমূল এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ” প্রকল্প কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের অংশীজনের (স্টেকহোল্ডারদের) অংশগ্রহণে প্রকল্পের চলতি বছরের কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগাড়ছড়ি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মো: ছাবের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এমরান হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কিশোরী ক্লাবের প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, প্রধান শিক্ষক, হেডম্যান, কার্বারী, জাবারাং, তৃণমূল এবং কেএমকেএস এর নির্বাহী পরিচালক এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

আলোচনা সভার শুরুতে প্রকল্পের কিশোরী ক্লাবের প্রতিনিধিরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ এবং জেন্ডার বৈষম্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে নাটিকা প্রদর্শন করেন।
আলোচনায় সভায় বক্তারাবলেন, সরকারি- বেরসকারি সমন্বয়ের মাধ্যমেই আমাদের সেবাগুলো নিশ্চিত করতে হবে। আয়-উপার্জন সমাজের অনেক নেতিবাচক বিষয়ের সমাধান করতে পারে। বাল্যবিবাহ, প্রজনন স্বাস্থ্য, শিক্ষা ও  অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনেক কার্যক্রম চলমান রয়েছে। প্রজনন স্বাস্থ্য, মাসিক ব্যবস্থাপনা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বযের প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে কিশোরীদেরকে সচেতন করে তুলতে হবে। তাহলেই কিশোরীদের শারিরীক বৃদ্ধি সঠিকভাবে হবে। পাশাপাশি কিশোরী ও নারীদের মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। মানসিক ও শারিরীক স্বাস্থ্য ঠিক থাকলে কিশোরীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।
কিশোরীরা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জেন্ডার বৈষম্য বিষয়ে যে নাটিকা উপস্থাপন করেছেন তা অসাধারণ। উক্ত নাটকের মাধ্যমে উল্লেখিত বিষয়ে ইতিবাচক পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে। খাগড়াছড়ির মতো দূর্গম অঞ্চলের গ্রামীন এলাকায় এ বার্তা পৌঁছে দিতে হবে যাতে আমরা সমাজ থেকে মাসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কুসংস্কার দূর করতে পারি, বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি এবং পরিবার ও সমাজে জেন্ডার বৈষম্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করতে পারি।

 

অনুষ্ঠাানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মহিলা কার্বারী ভ‚মিকা ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি বতেন ত্রিপুরা, কিশোরী ক্লাবের প্রতিনিধি বিশাখা ত্রিপুরা, ফিমেল মেন্টর পাইনুচিং চৌধুরী, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালীকা ত্রিপুরা প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির আমাাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা।


 ---হিলবিডি/সম্পদনা/এ,ই  



ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ