• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ২০ লক্ষ ভারতীয় রুপীসহ এক গরু ব্যবসায়ীকে আটক                    কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ                    রাঙামাটিতে নির্জন এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন                    জেএসএস নেতাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে ছাই,আহত ৩                    বিলাইছড়িতে নৌ চলাচলে ভোগান্তি,স্বাভাবিক করতে উদ্যোগ                    সামাজিক উৎসবকে ঘিরে রাঙামাটিতে ৫দিনের সাংস্কৃতিক মেলা শুরু                    খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ                    বিলাইছড়িতে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত ৩                    বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন                    প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় মাচাং ঘরের বিশেষ একটি ডিজাইন করেছেন                    রাঙামাটিতে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১                    কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে পর্যটক দুই সহোদর বোনের মৃত্যূ ও আহত ৩                    শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষা নয়, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে-দীপংকর তালুকদার এমপি                    রাঙামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো শুরু                    রাঙামাটিতে দুদিন ব্যাপী একুশে বই মেলা শুরু                    পাহাড়ে স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন                    শিবচতুর্দশী মেলা ঘিরে কাপ্তাই সীতাঘাটে পূর্ণার্থীদের ভীড়                    রাঙামাটিতে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক ব্যাপী দুদিনের কর্মশালা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বর্তমান সরকারের সময় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে-পার্বত্যমন্ত্রী                    
 
ads

চিম্বুক পাহাড়ের পাচঁ তারকা হোটেল স্থাপনে বিষয়ে সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2021   Monday

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচতারকা হোটেল ও বিনোদন কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে গঠিত সংসদীয় তদন্ত টিমের তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রকাশ,প্রতিবাদকারী সংশ্লিষ্ট পাড়াবাসীদের হয়রানি বন্ধ ও ম্রো জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকায় “ম্যারিয়ট হোটেল ও বিনোদন পার্ক” প্রকল্প^ বাতিলের দাবী জানিয়েছেন পাড়াবাসীরা।


সোমবার চিম্বুক ও নাইতং পাড়াবাসীর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই দাবী জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, বান্দরবানের চিম্বুক ও নাইতং পাহাড়ে ম্রো জনগোষ্ঠীদের শত বছরের বসবাসকৃত জায়গাতে বিতর্কিত সিকদার গ্রুপ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে ম্যারিয়ট হোটেল এন্ড রিসোর্টস নামে একটি পাঁচতারকা হোটলে নির্মানের উদ্যোগ নেয়। এতে গত বছরের নভেম্বর মাস থেকে ম্রো জনগোষ্ঠীরা তাদের শত বছরের বংশানুক্রমিক জীবিকার ক্ষেত্র থেকে উচ্ছেদের বাস্তব আশঙ্কাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান, চিম্বুক পাহাড়ের ২৫টি পাড়ার পাড়াবাসীরা মিলে সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ, বান্দরবান এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে মানব বন্ধন, ১৫শ গ্রামবাসী চিম্বুক পাহাড় থেকে ২২ কিলোমিটার পথ পায়ে হেঁটে “লং মার্চ” করে বান্দরবান সদরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। এছাড়া গত ২ মার্চ এর প্রতিবাদে ঢাকায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই দাবির ন্যায্যতার প্রতি সংহতি জানিয়ে দেশের ৬২ জন বরেণ্য নাগরিকরা একটি যৌথ বিবৃতিও দিয়েছেন।


বিবৃতিতে আরো বলা হয়, এসব দাবীর প্রেক্ষিতে রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-কমিটি-১-এর একটি তদন্ত কমিটি করা হয়। গত ২০ ও ২১ মার্চ, এই কমিটি নাইতং পাহাড়ে ও বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে চিম্বুক পাহাড়বাসীর প্রতিনিধিদের সঙ্গে বিদ্যমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি। তবে হোটেলের অবকাঠামো নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গত ২ জুন আইন-শৃংখলা বাহিনীর একটি দল ম্রোদের গ্রামে গিয়ে তল্লাসি, গ্রামবাসীদের হয়রানি করা হয় বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।


রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রে  ম্রো জনগোষ্ঠীদের হতাশা, বঞ্চনা, বেদনা ও কান্নার কথা শোনার কেউ নেই বলে বিবৃতিতে উল্লেখ করে আরো বলা হয়, চিম্বুক পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর জীবনেরও কোন মূল্য নেই। গুরুত্ব পাচ্ছে পাঁচতারকা হোটেল ও বিনোদন পার্কের নামে অর্থকরী ব্যবসা। এতে এই জনগোষ্ঠীদের কোন লাভ নেই, রয়েছে জীবন, জীবিকা ও পিতৃপুরুষের ভিটেমাটি হারাবার। এই বিলাসবহুল হোটল স্থাপন স্পষ্টতই কোন রাষ্ট্রীয় প্রয়োজনে নয়, বরঞ্চ একটি ব্যবসায়িক গ্রæপের মুনাফা অর্জনের জন্যই এই আয়োজন।

 

বিবৃতিতে দাবী করা হয়, পাঁচতারকা হোটেল ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ায় আমাদের চাষের পাহাড়ি জমির একটা বিশাল অংশসহ ফলজ বাগান, পবিত্র জায়গা, শশ্মানঘাট নিশ্চিতভাবে বেদখল হয়ে যাওয়া, পানির উৎসগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, সংরক্ষিত পাড়াবন ও জীব বৈচিত্র ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোপূর্বেও বিভিন্ন উন্নয়ন এবং পর্যটন কেন্দ্র স্থাপনের কারণে আমরা আমাদের পিতৃপুরুষের ভিটেমাটি হারিয়ে আমাদের নিজ ভূমিতেই পরবাসী হয়েছেন। এভাবে তাদেরকে আর কতবার উচ্ছেদ হতে হবে? তারা আর উচ্ছেদ হতে চাই না, জমিও হারাতে চান না।


বিবৃতিতে পাঁচতারকা হোটেল নির্মাণের ইস্যুকে কেন্দ্র করে তদন্তের উদ্দেশ্যে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির কাছে তিন দফা দাবী জানো হয়েছে। সেগুলো হল গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করা, পাঁচ তারকা হোটেল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারী সংশ্লিষ্ট পাড়াবাসীদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করা,চিম্বুক পাহাড়ে জীবন-জীবিকা, সেখানকার প্রাকৃতিক সম্পদে প্রথাগত অভিগম্যতা, এবং ঐতিহ্য, সংস্কৃতি ও নিরাপত্তার দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় “ম্যারিয়ট হোটেল ও বিনোদন পার্ক” প্রকল্পটি অবিলম্বে বাতিল করা।
--প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ