মঙ্গলবার বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।
রাঙামাটি চিং হা মং মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বরুন দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিউল আজম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান প্রমূখ। বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগে ১২টি টিম অংশ গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			