• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2022   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ ১৭ শতাংশ বরাদ্দ রেখে মোট ৮৩ কোটি টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স মিলনায়তনে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা, ঝর্না খীসা, নিউচিং মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৮কোটি টাকা, সংস্থাপন(পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ অন্যান্য) খাতে ব্যয় ১০ কোটি টাকা, আপদকালীন ব্যয় ২কোটি টাকা ও পরিষদের নিজস্ব তহবিলের আয় ৩কোটি টাকাসহ মোট মোট ৮৩ কোটি টাকা ধরা হয়েছে। খাতওয়ারী বাজেটের মধ্যে শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো খাতে ১১ কোটি ৫৬ লাখ টাকা, ধর্মখাতে ৯ কোটি ৫২ লাখ, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সুপেয় পানি, সমাজ কল্যাণ, আর্থ-সামাজিক, প্রতিবন্ধী ও নারী উন্নয়ন খাতে ৮ কোটি ১৬ লাখ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৬ কোটি ১২ লাখ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ খাতে ১ কোটি ৩৬ লাখ, ক্রীড়া ও সংস্কৃতি, ত্রাণ ও পুনর্বাসন, ভূমি ও হাটবাজার, পর্যটন ও বিবিধখাতে ৬৮ লাখ টাকা করে বাজেট প্রস্তাবনা করা হয়েছে।


বাজেট উপস্থাপনকালে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন,রাঙামাটি জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে পরিণত করতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ হস্তান্তরিত বিভিন্ন বিভাগগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। তিনি সম্ভাবনাময় আধুনিক রাঙামাটি বিনির্মাণে সকল বিভেদ ভুলে সন্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


পরিষদ চেয়ারম্যান আরো বলেন, পর্যটন খাতে খাগড়াছড়ি-বান্দরবানের চেয়ে রাঙামাটিতে আশানুরূপ কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি, এটি নিয়ে আমারও নিজেরও মনোক্ষুণ্য। আর ধর্মখাতের বরাদ্দ নিয়ে সব সময়ই আলোচনা-সমালোচনা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ছাড়া কোনো প্রতিষ্ঠান ধর্মখাতে কাজ করে না। যে কারণে স্থানীয় মানুষের চাহিদা রক্ষায় আমাদের ধর্মখাতকে প্রাধান্য দিতে হয়।


জেলা পরিষদের শিক্ষক নিয়োগসহ অন্যান্য পদে দুর্নীতির কোন প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পরিষদ চেয়ারম্যান,আপনারা(সাংবাদিক) শিক্ষক নিয়োগসহ অন্যান্য পদে কোন প্রকার দুর্নীতি প্রমাণ পাওয়া গেলে প্রমাণপত্রসহ চলে আসবেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ