• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার                    রাবিপ্রবি’র উন্নতি ও দেশে-বিদেশে সুনাম ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ভিসির                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অনুপ কুমার চাকমা                    রাঙামাটিতে মাসসের সাথে সাংবাদিকদের মতবিনিময়                    সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পিসিপি-এইচডব্লিউএফের নিন্দা ও প্রতিবাদ                    ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা                    কাউখালীতে অসহায় ও গরীব সুরেশ চাকমা পরিবারের পাশে প্রশাসন                    “ আদিবাসী শব্ধ” সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন                    খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা                    মাসসের আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ                    প্রেস কাউন্সিলের একেবারে অকার্যকর,প্রয়োজনীয়তা নেই-কামাল আহমেদ                    রাঙামাটিতে লজিকের যুবক গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা                    পাহাড়ি থেকে অগ্রাধিকারের ভিত্তিতে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবীতে স্মারকলিপি                    রাবিপ্রবি’র ভিসি নিয়োগের দাবীতে শিক্ষাথীদের আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ                    বিলাইছড়িতে তামাকের বদলে চাষ হচ্ছে শিম-বাদাম                    খাগড়াছড়িতে শীত বস্ত্র বিতরণ                    খাগড়াছড়িতে চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু                    নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান                    লংগদুতে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১                    রাঙামাটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা                    
 
ads

রাঙামাটি সদর উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2023   Monday

সোমবার (১৮ ডিসেম্বর) রাঙামাটি সদর উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিগ্ধা তালুকদার। আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার  রতœজ্যোতি চাকমা সঞ্চালনায় সভা স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। এসময় সভায় আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন নিয়ে তুলে ধরা হয়। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা।


পরে রাঙামাটি সদর উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। ইয়ুথ  গ্রুপের সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়া কথা বলেন। পরে জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন।


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তলুকদার বলেন,যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি ও সম্পদ। যুব সমাজকে এগিয়ে নেয়ার জন্য সরকার নানামুখি কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থাও যুবদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আস্থা প্রকল্প তারই প্রতিফলন। আপনারা আস্থা প্রকল্পের নির্দেশনা অনুযায়ী কাজ করলে নিশ্চয় তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ বিনির্মাণে অবদান রাখার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে আপনাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে পারবেন বলে আশা রাখি।


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফা জাবেদ কায়সার বলেন, দেশের ১৫ থেকে ৪৫ বছরের জনসংখ্যা বেশি সে দেশের উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি। যুবারা ইতিবাঁচক মনোভাব নিয়ে কাজ করার মাধ্যমে সমাজ ও দেশে ইতিবাঁচক পরিবর্তন ঘটাতে পারে। আমরা এখন উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে সবাইকে মিলে সমানতালে কাজ করতে হবে। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। ৪১ সালের দিকে আমরা বয়সের ভারে নুয়ে পড়বো। যুবাদের হাতে এদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

উল্লেখ্য, সুইস এ্যাম্বেসির অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে আস্থা প্রকল্পটি রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় চলমান রয়েছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ২০২৬ সালের মার্চের নাগাদ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ