• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2023   Saturday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার নিয়ে মিথ্যা অপপ্রচার ছাড়ানো হচ্ছে বলে অভিযোগ এনে শনিবার সংবাদ সন্মেলন করেছেন জাতীয় পার্টি থেকে প্রার্থীতা প্রত্যাহারকারী ও জেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ মাতব্বর।  তিনি দাবী করেন প্রার্থীতা প্রত্যাহার করায় জেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ দল ও জেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা মানহানি কর। 


রাঙামাটি চেম্বার অ্যান্ড কমার্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন হারুনুর রশীদ মাতব্বর। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ানসহ সভাপতি ও সম্পাদকমন্ডলী সদস্য এবং উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ মাতব্বর বলেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতার জন্য দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগসহ জেলা কমিটির সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতিমন্ডলীর সঙ্গে আলোচনা করে ১৭ ডিসেম্বর শেষ দিন তার ব্যক্তিগত সমস্যার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে তার মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গত ১৮ ও ২৩ ডিসেম্বর দলের কতিপয় নামধারী ব্যক্তি বিশেষ অন্য কারোর ইন্ধনে প্রভাবিত হয়ে সাংবাদিক সম্মেলনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ও দলের বিরুদ্ধে সাংগঠনিক পরিপন্থিমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম প্রমাণ ছাড়াই মনগড়া তথ্যহীন ও ভিত্তিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত আপত্তিকর বিষয় তুলে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। এটা তার ও দলের জন্য অত্যন্ত মানহানিকর। দলের নামধারী এসব কতিপয় অতি উৎসাহী সুবিধাবাদী শ্রেণি তার মনোনয়নপত্র প্রত্যহার বিষয়টিকে পূঁজি করে নির্বাচনি আর্থিক সুবিধা নিতে না পারায় এখন পাগলের প্রলাপ বকছে।


তিনি আরো বলেন, ভিত্তিহীন মনগড়া ঔদ্ধ্যতপূর্ণ বক্তব্য দিয়ে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। প্রমাণছাড়া আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ফেসবুক ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় ভাইরাল করা ও মানহানিকর বক্তব্য দেওয়া আইনের পরিপন্থি। তিনি মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব হীন কর্মকান্ডে জড়িতদেরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগে কখনো অর্থের বিনিময়ে তার ব্যক্তিত্বকে বিসর্জন দেইনি, ভবিষ্যতেও দেবেন না বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ