• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সহায়তা প্রদান                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদেরসহ নারী ও কিশোরীদের মাতৃ ও বয়:স্বন্ধ্যিকালীন স্বাস্থ্য চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    পিটুনিতে শিক্ষক নিহত, খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, তবে সাপ্তাহিক হাটবারে উপস্থিতি কম                    খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো থমথমে অবস্থা                    পরিস্থিতি এড়াতে জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা                    খাগড়াছড়ির পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ নারী ও কিশোরীকে মাতৃ ও বয়:স্বন্ধ্যিকালীন স্বাস্থ্য চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়ির মহালছড়ি: বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় দুইশত পাহাড়ি ও বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির জনজীবন স্বাভাবিক হচ্ছে ৭২ ঘন্টা সড়ক অবরোধ ভালোভাবে কেটেছে সাজেকের পর্যটকরা ফিরবেন আজ( মঙ্গলবার)                    ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ                    উদ্ভুত পরিস্থিতি দেখতে খাগড়াছড়ি পরিদর্শনে সরকারের তিনজন উপদেষ্টা আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে: এ এফ হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    খাগড়াছড়িতে যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, প্রতিবাদে দীঘিনালায় সহিংসতা নিহত ৩ জন এবং ১০ জনের মত আহত                    খাগড়াছড়ির দীঘিনালায় দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া লারমা স্কয়ার বাজারে আগুন, পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাংশ কোটা চালুর দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ                    নতুন রাষ্ট্র সংস্কার ও সংবিধান পুনর্লিখনে ৭২ সালে এমএন লারমার চিন্তা প্রতিফলিত হচ্ছে                    পাহাড়-সমতলের সাথে কোন বিভেদ থাকবে না-সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ                    পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু                    
 
ads

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2024   Wednesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১  থেকে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত এক শোক র‌্যালী বের করে  ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  পুষ্পস্তবক অর্পণ কররা হয়। এসময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়াও  রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, প্রক্টর (ভারপ্রাপ্ত), হিসাব বিভাগ, প্রভোস্ট (ছাত্রী হল), সহকারী প্রভোস্ট (ছাত্র হল), পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখা, যানবাহন শাখা, রাবিপ্রবি শিক্ষক সমিতি, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক উপস্থিত থেকে পুষ্পমাল্র অর্পণ করেন।
 
 
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর  ভাইস চ্যান্সেলর  ও প্রো-ভাইস চ্যান্সেলর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে একুশের চেতনায় বর্ণ, বর্ণে বর্ণে সম্প্রীতি” স্লোগানে শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজিত বই মেলা  উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।দিবসটি উপলক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
 
 
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি  ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুব আরা। 
 
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, পরিচালক (হিসাব) মোঃ মনিরূজ্জামান, রাবিপ্রবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সিএসই বিভাগের চেয়ারম্যান  আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট  মোহনা বিশ্বাস, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিম আল মহিউদ্দিন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন। আলোচনা শুরুর আগে  ভাষার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস চ্যান্সেলর।
 
আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর ভাষা আন্দোলনের পটভুমি, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রসহ সর্বস্তরে বাংলাভাষার চালুকরণ এ নীতিতে বিশ্বাসী ছিলেন  ও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার জন্য বলেছেন।
 
 
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন পুরো পৃথিবীতে উন্নয়নের বিস্ময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুজলা সুফলা, শস্য,শ্যামলা থেকে শুরু করে প্রযুক্তিক্ষেত্রে উন্নত করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ