 
      
    রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বুধবার ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, প্রথাগত এবং সামাজিক নেতৃবৃন্দের জন্য পারিবারিক জীবন রক্ষাকারী আচরণ ও দূর্যোগকালীন সময়ে শিশু লালন-পালন চর্চা এবং প্রকল্প বিষয়ক ধারণাসহ এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ, বাংলাদেশ সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বিলাইছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক দিপুল চাকমা। এছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরু (প্রধান), জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক পুর্ণেন্দু বিকাশ চাকমা।
কর্মশালায় জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ৮টি পারিবারিক আচরণ ও চর্চা- গর্ভকালীন সময়ের যতœ, সঠিক স্বাস্থ্য সেবায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীও সহায়তায় প্রসব সুনিশ্চিত করা, নবজাতকের সঠিক ও প্রয়োজনীয় পরিচর্চা, শিশু পরিচর্যাকারীর ৪টি গুরুত্ব সময়ে সাবান দিয়ে হাত ধোয়া, শিশুকে শালদুধ ও জীবনের প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, শিশুকে জন্মের ৬ মাস পর বুকের দুধের পাশাপাশি সম্পূরক খাদ্য খাওয়ানো, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করন এবং শিশুর প্রারম্ভিক শৈশবকালীন যতœ ও বিকাশের চর্চা সমূহ নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			