রাঙামাটিতে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার ক্লাবের বিশেষ সভা ও ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়। সভা পরবর্তী রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির ২০১৯-২০ রোটাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় ২০১৮-১৯ রোটাবর্ষের ক্লাব সভাপতি হিসেবে সভাপতি রোটার্যাক্টর মোঃ অলি আহাদ ও ক্লাব সচিব রোটার্যাক্টর মর্জিনা আক্তার মণি’কে নির্বাচিত করা হয়েছে। বোর্ড সভায় সভাপতিত্ব করেন ২০১৮-১৯এর সভাপতি রোঃ মোঃ ইসহাক।
ক্লাবের সকল বোর্ড সদস্যদের সম্মতিক্রমে রাঙামাটি শহরের চন্দ্রিমা রেস্টুরেন্ট এ ১০তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভায় উক্ত ক্লাবের অতীত সভাপতি রোঃ মোঃ আবু বকর, সদ্য অতীত সভাপতি রোঃ আমিনুল ইসলাম রাতুল, ক্লাব সচিব রোঃ কাউছার চৌধুরী রিপনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			