রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুস্থ ও বিধবা পরিবারের মাঝে ৩ টি গাভী ও ২ টি ছাগল বিতরণ করা হয়।
সোমবার রাইখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা ৫ টি পরিবারের সদস্যদের হাতে গাভী এবং ছাগল তুলে দেন। এসময় রাইখালী ইউনিয়ন আ`লীগ সাধারণ সম্পাদক ইউসুফ কার্বারী, রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হকসহ পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও গাভী এবং ছাগল প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			