 
      
    রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ইসলামপুর বাজার এলাকায় গেল শুক্রবার সন্দেভাজন দু ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।আটক ব্যাক্তিরা হলেন, চাইসাপ্রু মারমা (৪৩) ও থোয়াইচিং মারমা (৪৫)।আটককৃতদের রোববার রাঙামাটি আদালতে তোলার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গেল শুক্রবার রাত অবদি পর্ষন্ত রাজস্থলী উপজেলাধীন ইসলামপুর বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা অপরিচিত দুই ব্যাক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে নিরাপত্তা বাহিনী। আটকৃতরা উভয়ে কাপ্তাই উপজেলার মুরালী পাড়ার বাসিন্দা। আটককৃতদের শনিবার রাজস্থলী থানায় সোপর্দ করা হলে রোববার তাদের রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মদ খানের সাথে যোগাযগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ,আটককৃতদের কাছে ২টি চাঁদার রসিদ ও কিছু নগদ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের রাঙামাটি কোর্টে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			