 
      
    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন,পাহাড়ের সকল সম্প্রদায়ের রাজনীতি করার অধিকার রয়েছে। তাদের রাজনীতিতে কেউ যদি হস্তক্ষেপ করে তা হলে তা ভালো হবে না। তিনি আরো বলেন, পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজী যারা করে তারাই আওয়ামীলীগের রাজনীতিকে ভয় পায়। তিনি পাহাড়ের সন্ত্রাস চাঁদাবাজী অবৈধ অস্ত্রধারী যেই হোক তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগনকে আহবান জানান।
শুক্রবার নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। পরে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			