 
      
    কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে চোলাই মদসহ এক মহিলাকে আটক করেছে গেল বৃহস্পতিবার রাতে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই ফারুক আহমেদ পাটওয়ারী, এসআই ইখতিয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে প্রমেচিং মারমা (৪৪), স্বামী-সুইচা প্রু মারমা, গ্রাম- বড়ইছড়ি, ওয়াগ্গা, উপজেলা-কাপ্তাইকে আটক করা হয়। তার বসত ঘরে তল্লাশী চালিয়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক প্রমেচিং মারমার বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আটক মহিলাকে শুক্রবার রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			