রাঙামাটি কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন থেকে এক পাহাড়ী এক স্কুূল পড়ুয়া ছাত্রী গেল পাঁ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর তরুনীর পরিবারের পক্ষ থেকে একটি সাধার ডায়েরী করা হয়েছে।
পুলিশ জানায়,  কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দূর্গম রক্তছড়ি গ্রামের চাইথোয়াই প্রু মারমার মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী মাখ্যাইসা মারমা (১৭)  গেল ১৩ এপ্রিল ঘর থেকে বের হয়। ওই দিন রাতে  ঘরে না  ফেরায় সম্ভাব্য স্থানে পরিবারের সদস্যরা খোঁজ করেও পায়নি। এতে ওই  ছাত্রীটির কোথাও সন্ধান না পাওয়ায়  গেল ১৭ এপ্রিল রাতে কাউখালী থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। তবে বেশ কিছুদিন যাবৎ ওই ছাত্রীটির কথা বার্তা  ও চলাফেরা পরিবর্তন দেখা গেছে। সে মোবাইলে অপরিচিত এক তরুনের সাথে কথা বলতো সব সময়।  
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, গেল ১৩ এপ্রিল থেকে  ওই স্কুল পড়ুয়া ছাত্রী নিখোঁজ থাকলেও থানায়  সাধারন ডায়েরী করা হয়েছে ১৭ এপ্রিল রাতে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.