• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও আহত ১১                    দুদকের রাঙামাটি জেলা পরিষদে অভিযান                    তিন পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি চলছে                    খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প                    ডিজিটাইজেশন হলে পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনা সমাধান সহজ হবে-পার্বত্য উপদেষ্টা                    ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    
 
ads

ডিজিটাল নিরাপত্তা আইনের গ্রেফতারকৃত মামলায় সাংবাদিক ফজলে এলাহী’র জামিন মঞ্জুর

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2022   Wednesday

দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ১টার দিকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।


আসামি পক্ষের আইনজীবী ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ জানান, আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে, সেটি জামিনযোগ্য। আদালতে আমরা জামিন আবেদন করেছি। বিজ্ঞ আদালত ১ হাজার টাকা বন্ডে সাতদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হওয়ার শর্তে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জেলা শহরের কাঠালতলীস্থ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ।

এ মামলার বাদী হলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার। এরপর রাতে থানা হাজতে রাখার পর বুধবার সকালে ফজলে এলাহীকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। দুপুরে আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে বিজ্ঞ আদালত জামিন মুঞ্জর করেছেন।


এদিকে, ফজলে এলাহী গ্রেফতারের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে ঘন্ট্যাবাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেনী-পেশার মানুষ সংহতি জানিয়েছেন। এতে প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা রাঙামাটি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সৈকত রঞ্জত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাংবাদিক নির্মল বড়ুয়া, রাঙামাটি কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ললিত সি চাকমা, খাগড়াছড়ি প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। মামলা-হামলা করে কখনোই সাংবাদিকদের লেখা বন্ধ করা যায়নি। সাংবাদিকরা অনিয়মে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রেখে যাবেন। বক্তারা অবিলম্বে ফজলে এলাহীর মুক্তির দাবী ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

 

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতারের ইউপিডিএফের নিন্দা

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহসভাপতি নতুন কুমার চাকমা এক বিবৃতিতে গতকাল ফজলে এলাহীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

ডিজিটাল নিরাপত্তা আইনে তার গ্রেফতারকে স্বাধীন মত প্রকাশের অধিকার ও মুক্ত সাংবাদিকতার উপর এক নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করে বিবৃতিতে  ইউপিডিএফ নেতা বলেন, পার্বত্য চট্টগ্রামে সংবাদ মাধ্যমের উপর একটি বিশেষ মহলের অঘোষিত নিয়ন্ত্রণ রয়েছে, যার কারণে এখানে স্বাধীন মত প্রকাশের অধিকার চরমভাবে সংকুচিত হয়ে পড়েছে এবং সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটছে।

 

তিনি অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা খারিজ ও ভিন্নমত দমনের শাসকগোষ্ঠীর হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ