দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার মঙ্গলবার থেকে বাঘাইছড়ি উপজেলা মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। প্রচারনা শুরু আগে তিনি মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা ও আর্শীবাদ নেন।
জানা গেছে, মঙ্গলবান সকাল ১১টার দিকে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা ও আর্শীবাদ নেন। এ সময় নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্ শ্রীমৎ আর্যকীর্তি স্থবির ও অন্যান্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিহার প্রাঙ্গনে ও বাঘাইছড়ি মুসলিম ব্লকের স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় ও পথ সভায় অংশ নেন। তার নির্বাচনী সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নের কার্বারী আলোক বিকাশ খীসা, মারিশ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নুর আলীর,মারিশ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমর কান্তি চাকমা প্রমুখ।
এছাড়া বিকালে দীপংকর তালুকদার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও মত বিনিময় সভায় অংশ নেন।
মত বিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
এদিকে, সোমবার প্রতীক বরাদ্দের পর রাঙামাটি পৌর সভার ৯ ওয়ার্ডর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন। শহরের বনরুপা এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে দীপংকর তালুকদার বলেন, তাকে ভোট দেওয়া মানে বঙ্গবন্ধু নৌকাকে ও স্বাধীনতার নৌকাকে ভোট দেওয়া, তাকে ভোট দেওয়া মানে পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে আপনাদের রায় দেওয়া, চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়া, তাকে ভোট দেওয়া মানে অসাম্প্রদায়িক চিন্তায় চেতনায় বিকশিত হওয়া। যারা জনজীবনকে বিছিয়ে দিতে চাইছে তাদেরকে আপনারা ভোট প্রদান করে না বলুন এবং আওয়মীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলেীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সোলেয়মান চৌধুরীসহ অংগ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.