• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক দলের সমর্থিত প্রার্থীর প্রচারায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    
 
ads

বান্দরবান-থানছি সড়ক
বান্দরবান থেকে যে কোন মুহুর্তে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থানচির সড়ক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2016   Sunday

বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও রাস্তার পাশ ভেঙ্গে যাওয়ায় যে কোন মুহুর্তে বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

গত বছরে টানা বৃষ্টিপাতে সড়কটি বেশ কয়েকটি স্থানে মাটি সরে গিয়ে গভীর গর্তে সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কার না করলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

 

এলাকাবাসীরা জানান, গত বছরে টানা বৃষ্টিপাতের কারনে বান্দরবান থানচি সড়কের বেশ কয়েকটি স্থানে মাটি সরে রাস্তা ভেঙ্গে যায়। সংস্কারের জন্য গত নভেম্বর কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্থানান্তর করা হয়। তবে সড়ক ও জনপথ বিভাগ এখনো পর্যন্ত সংস্কারের কোন পদক্ষেপ না নেওয়ায় বান্দরবান সদরের সঙ্গে যে কোন মুহুর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই সড়কটি। সেনাবাহিনী এবং সড়ক বিভাগের টানাপোড়নের কারণে এই সড়কটি মেরামতের জন্য কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না বলে ধারনা করছেন এলাকাবাসী।

 

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,বান্দরবান থেকে থানছি পর্যন্ত আঁকাবাঁকা সড়কটির ১৮টি স্থানে প্রায় ৮-১০ফুট পর্যন্ত দেবে গেছে। এর মধ্যে ১৭ মাইল, পুড়াবাংলা, গ্যালেঙ্গা রাস্তার মাথা, কার্পো পাড়ায়, নীলগিরির পাশা পাশি এলাকা, জীবন নগর, জীবন নগর হইতে বলিপাড়া যাওয়ার পথে কলাই পাড়া নামক স্থানে ও বলিপাড়া হয়ে সাখয়পাড়া পর্যন্ত সড়কের পাশ থেকে মাটি সরে ওয়াল ও রাস্তা ভাঙ্গার উপক্রম হয়ে পড়েছে।

 

থানচি উপজেলার স্থানীয় সাংবাদিক অনুপম মারমা জানান, এই সড়কে বর্তমানে স্থানীয় ও  দেশি বিদেশি পর্যটকসহ দৈনিক ৫ শতাধিক লোক যাতায়াত করে থাকেন । কিন্তু বর্তমানে রাস্তা ভেঙ্গে ঝুকিপূর্ণ হওয়ায় পর্যটদের সংখ্যা কমে গেছে এবং পর্যটকদের কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য হতো তা এখন একেবারে নাজুক অবস্থায় পরিনত হয়েছে।

 

থানছি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত বর্ষায় ভারী বৃষ্টির কারণে বান্দরবান থেকে থানচি পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় খন্ড খন্ড হয়ে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে খুবই সমস্যা হচ্ছে। এ সড়কে সাধারণ মানুষের যাতায়াত ছাড়াও উপজেলার সকল খাদ্য সামগ্রী, এলাকায় জুমিয়াদের উৎপাদিত ফসল, কৃষিপণ্য, মালামালসহ অনেক কিছু ট্রাক চলাচল করে থাকে।

 

সড়কটি ক্ষতবিক্ষত হওয়ার কারনে ট্রাক ও জিপের ভাড়া দ্ধিগুন হওয়ার ফলে ক্রেতারা নায্য মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী বর্ষায় আগে সড়কটি মেরামত করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে।

 

বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা জানান, সড়ক ও জনপথ বিভাগের সম্বনয়হীনতার কারনে থানছি বান্দরবান সড়কে ক্ষতবিক্ষত অংশের সংস্কার না হওয়াতে নীলগিরি থেকে থানচি যাতায়তে ১৮টি জায়গা ঝুকিপূর্ণ আবস্থায় রয়েছে যার দ্বারা থানচিবাসীর যাতায়তে খুব কষ্ঠ হচ্ছে।

 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, গত জুন-জুলাই মাসে ভারী বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে প্রায় এক মাস বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তীতে ১৬ইসিবি সড়ক সংস্কারে প্রয়োজনীয় প্রদেক্ষেপ গ্রহণ করায় পূন:রায় সড়কটি চালু হয়।

 

তবে স্থায়ীভাবে যদি এই রাস্তাটি নির্মাণ বা সংস্কার করা না হয় তাহলে ঝুকিপূর্ণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তিনি আরো বলেন এই বিষয়ে সড়ক ও যোগাযোগ বিভাগের সাথে আলোচনা করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই সড়কটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে তারা জানিয়েছেন।  

 

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ইউছুপ জানান, গত বছরের নভেম্বরে সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর হাত থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্থানান্তর করা হয়। তবে সড়কটি মেরামতের জন্য পুনরায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন তাই সংস্কারের ব্যপারে কিছুই বলতে পারছেন না তিনি।

 

থানচি ১৬ইসিবি”র মেজর হুমায়ুন কবির জানান, বান্দরবান থানচি সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর হাত থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সড়কটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের।

 

থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্য হ্লা চিং মারমা জানান, জেলার মাসিক সম্বনয় সভায় জেলা প্রশাসক,পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের থানচি সড়ক সংস্কারের ব্যাপারে অনেকবার অনুরোধ করা হয়েছে।

 

কিন্তু এখনও কোন প্রকার পদক্ষেপ নেয়া  হয়নি।  তিনি আরো বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে যদি পূন:রায় সেনাবাহিনীর নিকট রাস্তার কাজ হস্তানান্তর করা না হয় তাহলে সড়কটিকে রক্ষা করা সম্ভব হবে না এবং জেলা সদরের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ