 
      
    সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সাথে কাপ্তাই উপজেলা সদরে মঙ্গলবার কাপ্তাই প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাত করেছেন।
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার কাপ্তাই প্রেস ক্লাবে পৌছলে কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সদস্য নজরুল ইসলাম লাভলু,সদস্য আলমগীর কবির, সদস্য নুর হোসেন মামুন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংঙ্গগ্যা,উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু, উপজেলা আ`লীগ নেতা দয়ারাম তংঙ্গগ্যা, ইউপি সদস্য অমল দে উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে দীপংকর তালুকদার কাপ্তাই প্রেস ক্লাবের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			