• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    
 
ads

বরকলে আগুনে পুড়ে নি:স্ব হলো সত্য প্রিয় চাকমার পরিবারটি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2020   Sunday

রাঙামাটির বরকলের ভূষণছড়া ইউনিয়নে কলেজ পাড়ায় সত্য প্রিয় চাকমা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ির বসতবাড়ি পুড়ে হয়েছে। এতে ১টি বসতঘর(সেমিপাঁকা) ও ভাড়াটিয়া ৩টি বসতঘর( কাঁচা),ঘরের বিভিন্ন অাসবাবপত্র, দেড় লক্ষ (নগদ)টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরনের  কাপড় ছাড়া বাঁচাতে পারেনি কোন  কিছু । সর্বস্ব হারিয়ে  এখন অসহায় পরিবারটি। গেল রোববার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,  রোববার ভোর ২টা ৩৫ মিনিটের দিকে রান্না ঘরের চুলার আগুন  থেকে আগুনের সূত্রপাত হয়। অাগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির লোকের চিৎকার ও অার্তনাদ শুনে  পাশ্ববর্তী লোকজন ছুটে এসে দেখে চারদিকে অাগুন দাউদাউ করে জ্বলছে। তাৎক্ষণিক অাগুন নেভাতে সহযোগিতা করতে ছুটে অাসেন স্থানীয়রা। পরে অনেক চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে অানতে সক্ষম হয়। তবে এ ঘটনায় ১টি সেমি পাকাঁ বসতঘর ও ৩টি ভাড়াটিয়ার বসতঘর(কাঁচা),বাড়ির গবাদিপশু-পাখি হাঁস-মুরগি, বিভিন্ন অাসবাবপত্র, ভাড়াটিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বইপত্র, সার্টিফিকেট, এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র,দেড় লক্ষ (নগদ)টাকা সহ  প্রায় ২২লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সত্য প্রিয় চাকমা।  খবর  পেয়ে বরকল   মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়-ক্ষতি পরির্দশন করেছেন। 

 

এ ব্যাপারে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন  চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যক্তির শ্বশুর   অাইমাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মঙ্গলেশ্বর চাকমা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাটির ব্যাপারে তিনি নিশ্চিত হন। অার অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে।যদিও তার ক্ষতি পূরণ করার নয়।তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সমন্বয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য কিছু কম্বল দেয়ার ব্যবস্থা করছি।

 

তিনি আরো বলেন উপজলা পর্যায়ে ইমার্জেন্সি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থায় কোন ফান্ড নেয়। যদি কোন ক্ষতিগ্রস্থ  সহযোগিতার জন্য অাবেদন করে ব্যক্তিগতভাবে কিছু অার্থিক অনুদান দিয়ে থাকি। তবে জেলা প্রশাসক ,জেলা পরিষদ ও  প্রকল্প বাস্তবায়ন অফিসে যদি কোন ক্ষতিগ্রস্থ ব্যক্তি ছবি ও ডকুমেন্টসহ অাবেদন করে সেক্ষত্রে সরকারিভাবে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকে।

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, ঘটনাটির ব্যাপারে কেউ তাকে অবগত করেননি। তবে ঘটনায় ক্ষতিগ্রস্থরা যদি অফিসে  যোগাযোগ করে সেক্ষত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন বলে তিনি জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

ads
ads
আর্কাইভ