• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য চুক্তি ২৬বছরেও অধরা,হয়নি সমস্যার কাংখিত সমাধান                    আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের মনোনয়নপ্রত দাখিল                    পার্বত্য তিন আসনে ১৫জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল                    কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন                    রাঙামাটি আসনে জেএসএস নেতা উষাতন তালুকদার মনোনয়নপত্র জমা দিলেন                    বিএনপি অংশ নিলে নির্বাচন পেছানোর এখনো সময় রয়েছে-ইসি আনিছুর রহমান                    রাঙামাটিতে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড                    রাঙামাটি আসনে ফের দলীয় মনোনয়ন পেলেন দীপংকর তালুকদার                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিন ব্যাপী ৪৮তম কঠিন চীবর দান শুরু                    জ্বালানি কাঠ পাচার নিয়ে পত্রিকায় প্রকাশে সাংবাদিক হিমেল চাকমাকে হত্যার হুমকি                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত                    বিলাইছড়িতে যুবদের উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন                    রাঙামাটির শুকর খামারে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৭০টি শুকর মারা গেছে                    জুরাছড়িতে অগ্নিকান্ডে ৫টি দোকান ও বসতঘর ভস্মিভূত                    রাঙামাটি আসনে দলীয় মনোনয়নপত্র নিলেন দীপংকর ও নিখিল কুমার                    কাউখালীতে নিজের রাইফেল গুলিতে এক পুলিশ সদস্যর আত্নহত্যার চেষ্টা                    পিসিপির রাঙামাটি শহর শাখার ২৫তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন                    পাহাড়ে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নেই-ইউপিডিএফ                    রাঙামাটিতে খুঁটির উঁচু থেকে ছটকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু                    প্রয়াত সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর মরদেহ বিশেষ কফিনে সংরক্ষণ                    রাঙামাটিতে উদযাপিত হচ্ছে শ্যামা পূজা ও দ্বীপাবলি উৎসব                    
 
ads

একটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোন সরকারী-বেসরকারী সেবা পৌঁছেনি বিঞ্চু কারবারী পাড়ায়

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022   Tuesday

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা অতি পুরাতন ও  দুর্গম গ্রাম বিঞ্চু কারবারী পাড়া যা হাজা পাড়া নামে অধিক পরিচিতি। গ্রামটি দীঘিনালা উপজেলা শহর প্রায় ১২ কিলোমিটার দুরে অবস্থিত। সেই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোন সরকারী বা বেসরকারী সেবা পৌঁছেনি। অথচ সেই গ্রামে ৮৫% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে।  এই পাড়ায় এখন প্রায় ১৩৫ পরিবারের লোকের বসবাস। কয়েকটি পরিবার ছাড়া বাকী পরিবার গুলো অতি দরিদ্র। জীর্ণ ছিন্ন শনের চাউনি আর বেড়াঘরে বসবাস করে আর তাদের অধিকাংশ লোকেরা পেশা  জুম চাষ আর দিন মজুরি।  সেই  গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোন সরকারী বা বেসরকারী সেবা পৌঁছেনি এখনো। বিদ্যালয়টি ১৯৬৮ সালে স্থাপন করেন বিঞ্চু কারবারী। আর জাতীয় করণ হয় ১৯৭৩ সালে। প্রাথমিক বিদ্যালয় থাকলেও অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক স্তর শেষ ঝড়ে পড়ে যায়। দুর্গম আর আর্থিক সংকটের কারনে আর পড়াশুনা করতে পারে না।  

এই গ্রামের প্রধান সমস্যা হচ্ছে খাবার পানি আর স্বাস্থ্য। তাদের খেতে হয় ছড়া আর  গিরি ঝিরির পানি ফলে তাদের প্রায় সময় ডায়রিয়াসহ নানা অসুখে ভুগতে হয়। আর অসুস্থ হলে তাদের যেতে হয় ১২ কিলোমিটার দুরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে, যা অনেকের পক্ষে সম্ভব না।  সেই গ্রামে নিয়মিত টিকা দেয়া ছাড়া এখনো পর্যন্ত তাদের গ্রামে কোন স্বাস্থ্যকর্মী  গিয়েছে কাউকে স্বাস্থ্য  সেবা দিয়েছেন এমন কোন নজির নেই বলে দাবী স্থানীয়দের।

 

গ্রামের বাসিন্দা প্রভাত ত্রিপুরা বলেন, আমাদের গ্রামের একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোন সরকারী বা বেসরকারী সেবা পৌঁছেনি। আমাদের গ্রামটি  উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে, আমাদের প্রধান সমস্যা হচ্ছে পানি,স্যানিটেশন ও স্বাস্থ্য। যোগাযোগটা অসুবিধা ছিলো, এখন রাস্তা হচ্ছে।

বিঞ্চু কারবারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক তর্পন নারায়ণ ত্রিপুরা বলেন এলাকাটি অতি পুরাতন একটি গ্রাম।  বিঞ্চু কারবারী পাড়া হলেও হাজা পাড়া নামে অধিক পরিচিত। তিনি বলেন এই গ্রামে প্রধান সমস্যা হচ্ছে চিকিৎসা, একজন রোগীকে চিকিৎসা জন্য নিতে হলে অনেক দুরে গিয়ে চিকিৎসা করাতে হয়। তাও পায়ে হেটে নিতে হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের। এর পর হচ্ছে পানি, এই গ্রামের লোকদের ছড়ার পানি খেতে হয়। তা ও পাতার গন্ধ। আর শুকনা মৌসুমে তো ছড়ার পানি ও শুকিয়ে যায়। তিনি আশা করেন সরকার দ্রæত এই গ্রামের সমস্যা গুলো দ্রæত সমাধান করবেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ তনয় তালুকদার বলেন গ্রাম দুর্গম হলেও তারা সেখানকার মা ও শিশুদের টিকা কার্যক্রম ঠিক রেখেছেন, তবে গ্রামটি অতিদুর দুর্গম ও জনবল সংকটের কারনে  তারা অনেক সময় ঠিকমতো স্বাস্থ্য সেবা দিতে পারেননি। এবার রাস্তা হচ্ছে রাস্তার কাজ শেষ হলে স্বাস্থ্যকর্মীরা গিয়ে যাতে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন,সে ব্যবস্থা নেবেন তিনি।

দীঘিনালা উপজেলা পরিষদের  উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম বলেন আগে বিঞ্চু কারবারী পাড়া যাওয়ার কোন রাস্তাঘাট ছিলো না যার কারনে উন্নয়ন করতে সমস্যা ছিলো।  ইতি মধ্যে রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ শেষ হলে সেখানে স্বাস্থ্য স্যানিটেশনসহ যে সমস্ত সমস্যা গুলো আছে সব গুলো সমাধান করা হবে। এবং যারা গৃহহীন তাদের গৃহ নির্মাণ করে দেয়া  হবে।


---হিলবিডি২৪/সম্পদনা/ সি,আর

ads
ads
আর্কাইভ