স্মারক নংঃ- জুম/রাঙ্গা/লিন/২০২২-৩১১ তারিখ: ২৪/০২/২০২২ ইং
-:দরপত্র আহব্বান বিজ্ঞপ্তি:-
জুম ফাউন্ডেশন,রাঙ্গামাটি পার্বত্য জেলা ‘ইউরোপিয়ান কমিশন’-এর অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা “ইউনাইটেড পারপাস”-এর নেতৃত্বে এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন এবং গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর কারিগরী সহযোগিতায় বাস্তবায়িতব্য “লিডারশিপ টু এনসিউর এডুকোয়েট নিউট্রিশন (লীন)” প্রকল্পাধীনে ব্লু-স্কুল কার্যক্রমের জন্য নির্বাচিত স্কুলসমুহে নিম্নে বর্ণিত পণ্য-সামগ্রী সরবরাহের জন্য প্রকৃত ব্যবসায়ী প্রষ্ঠিান/প্রস্তুতকারীর নিকট হতে নির্ধারিত সিডিউল ফরম ও নিজস্ব লেটারহেড-এ দরপত্র আহ্বান করা যাচ্ছে।
ক্রমিক |
পণ্যের বিবরণ বা নাম |
পরিমান |
মন্তব্য |
১ |
পানি ও স্যানিটারী ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা উপকরণ |
সিডিউল মোতাবেক |
প্যাকেজ-১ |
২ |
স্যানিটারী ও পরিচ্ছন্নতা উপকরণ |
সিডিউল মোতাবেক |
প্যাকেজ-২ |
শর্তাবলীঃ-
১। দরপত্র সংগ্রহের শেষ তারিখ ও সময়: ৯/০৩/২০২২, অফিস চলালীন পর্যন্ত।
২। দরপত্র জমাদানের তারিখ ও সময়: ১০/০৩/২০২২, দুপুর: ১২:০০ ঘটিকা।
৩। দরপত্র খোলার তারিখ ও সময়: ১০/০৩/২০২২, বিকাল: ০৩:০০ ঘটিকা।
৪। দরপত্রের সাথে হাল-নাগাদকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টির্ফিকেটের ফটোকপি এবং টিআইএন ও আয়কর সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে।
৫। পণ্য সরবরাহের পর পণ্যের গুণগত মান যাচাই পূর্ব্বক বিল পরিশোধ করা হবে।
৬। সরকারী বিধি মোতাবেক পরিশোধিত বিল থেকে ভ্যাট ও আয়কর (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তন করা হবে।
৭। কোন কারণ দর্শানো ব্যতীরেখে কর্তৃপক্ষ এই দরপত্র সরাসরি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৮। এই বিজ্ঞপ্তি মূলে কর্তৃপক্ষ কোন দরপত্র গ্রহণে বাধ্য নহে।
(সুজল কান্তি চাকমা)
নির্বাহী পরিচালক
জুম ফাউন্ডেশন।