• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    
 
ads

বরকলের জন সভায় উষাতন তালুকাদার
পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও স্থায়ী শান্তি বজায় রাখতে সিংহ মার্কার বিকল্প নেই

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018   Thursday

পার্বত্যঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সিংহ প্রতীকের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ২৯৯ নং পার্বত্য রাঙামাটির আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।


বৃহষ্পতিবার শেষ নির্বাচনী প্রচারণা দিনে বরকল উপজেলার সীমান্তবর্তী ছোটহরিণা বাজারের জন সভা ও বরকল বাজারের পথ সভায় তিনি এসব কথা বলেন।


আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনী প্রচারনায় মিথ্যাচার করে সাধারন মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে উষাতন তালুকদার বলেন,৩০ ডিসেম্বর নির্বাচন না হওয়ার আগে দীপংকর তালুকদার নাকি সংসদ সদস্য হিসাবে র্নিবাচিত হয়েছেন। কেবলমাত্র শপথ গ্রহন করে দায়িত্ব নেয়ার বাকী মাত্র। যদি সেই ধরনের হয়ে থাকে তাহলে অন্য প্রার্থীদের বিরুদ্ধে এতো মিথ্যা অপবাদ কেন? তবে যতই মিথ্যাচার করা হোক না কেন সাধারন মানুষ সবই জানে। ওই মিথ্যাচার করে মানুষদেরকে বিভ্রান্তি করতে পারবেন না। দীপংকর তালুকদার বিভিন্ন এলাকায় প্রচারণার সময় বলে বেড়াচ্ছেন প্রশাসন সেনাবাহিনী বিজিবি ও পুলিশ বাহিনী নাকি তার কথা শুনে। তাকে সাহায্য সহযোগিতা করছে।এই দেশের মানুষ জানে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ বাহিনী দীপংকর তালুকদারের আজ্ঞাবহ নয় । তারা এই দেশের গর্বিত সন্তান তারা রাষ্ট্রের আজ্ঞাবহ, ব্যক্তি দীপংকর তালুদারের নয়।


ঊষাতন তালুকদার আরো বলেন, দীপংকর তালুকদার মনে করছেন তিনি রাম রাজত্ব কায়েম করছেন। কিন্তু তিনি জানেন না যে এখন রামও নেই সেই অযোধ্যা নগরীও নেই। তিনি আরো বলেন,দশম জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে জনগণের বিপুল ভোটে তাকে জয়ী করেছে। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে স্বীকৃতি দিয়েছেন। তাহলে গেল ৫বছর পরে জনসংহতি সমিতি( জেএসএস) ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে বলে যে মিথ্যা অপবাদ দিয়ে প্রচার করছেন কি উদ্দেশ্য? যদি সত্যিকার অর্থে ভোট ডাকাতি করা হতো তাহলে তৎসময়ে মামলা করা হলো না কেন? এখন ৫ বছর পরে এসে নির্বাচনের সময় ্এসব মিথ্যাচার করে আমার জনপ্রিয়তার সামান্যতম কমতি হবে না। কারণ সাধারণ মানুষ দীপংকর বাবুর ব্যাপারে যথেষ্ট জানেন। সেটা নতুন করে বলার প্রয়োজন নেই বলে মনে করেন উষাতন তালুকদার।


উপজেলা কার্বারী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন কালায়ন চাকমা।


এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা নারী ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা জনসংহতি সমিতি উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা সাবেক আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামরতন চাকমা জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা জনসংহতি সমিতির বরকল উপজেলার সাবেক সভাপতি জ্ঞান তালুকদার, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা স্থানীয় সাংবাদিকসহ হেডম্যান কার্বারী ও এলাকার জনসাধারনরা উপস্থিত ছিলেন।

 

এদিকে প্রচারনা শেষ দিনে উষাতন তালুকদার শহরের ট্রাইবেল আদাম  ও ভেদভেদিতে পথ সভা করেন। এসব পথ সভায় জনসংহতি সমিতির নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ